Tapan Gosh
President Hindu Samhati
Today, a team of Hindu Samhati, comprising Debtanu Bhattacharya, Sujit Maity, Sundar Gopal Das, Sukhen Mandal and Toton Ojha, visited the house of Biswajit Ghorui, Uri martyr, at Gangasagar and paid homage to him. They also handed over a cheque of Rs.51,000/- to the family to express our solidarity with them.
কাশ্মীরের উরিতে আমাদের সেনাশিবিরের উপর পাকিস্তানি বদমাশদের হামলায় আমাদের যে ১৯ জন জওয়ান শহীদ হয়েছিলেন, তাঁদের মধ্যে দুজন ছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে। গঙ্গাসাগরে সাগর দ্বীপের বিশ্বজিৎ ঘোড়ই এবং হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার গঙ্গাধর দলুই। এই দুজনের দেহ যখন সেনাবাহিনীর ব্যবস্থায় তাদের গ্রামে নিয়ে আসা হয়, তখন হিন্দু সংহতির কর্মীরা তাঁদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন। তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। বিভিন্ন স্থান থেকে হিন্দু সংহতির সমর্থকরা এই দুই শহীদ পরিবারের জন্য কিছু অর্থ সংগ্রহ করে পাঠিয়েছেন। তার সঙ্গে আরো সামান্য কিছু অর্থ যোগ করে এই দুই পরিবারকে হিন্দু সংহতির পক্ষ থেকে একান্ন হাজার টাকা করে দেওয়ার ঠিক করেছিলাম।
আজ সকালে হিন্দু সংহতির এক প্রতিনিধিদল গঙ্গাসাগরে শহীদ সেনা বিশ্বজিৎ ঘোড়ই-এর বাড়ি গিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমাজের সহমর্মিতা জ্ঞাপন করেন। সংহতির পক্ষ থেকে শহীদের পরিবারকে ৫১,০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়। প্রতিনিধি দলে ছিলেন দেবতনু ভট্টাচাৰ্য, সুজিত মাইতি, সুন্দরগোপাল দাস, সুখেন মন্ডল ও টোটন ওঝা।
হাওড়ার শহীদ সেনার বাড়ি যাওয়া হবে আগামী ১৩ ডিসেম্বর।